হাইমচর

হাইমচরে তরমুজ ভর্তি ট্রলারে ডাকাতি : আহত ৮

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে তরমুজ ভর্তি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ট্রলারে থাকা ৮ জন শ্রমিক আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল ) বিকেলে উপজেলার মেঘনার মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল গ্রামের আমিনুল ইসলাম মোল্লা (৩০), কালু খান (৩২), তরিকুল ইসলাম (২১), মাহাবুব (৩৭), সাইফুল ইসলাম (৩০), সিহাব (১৬), রাসেল (২৫) ও জুয়েল পারোয়ান (৩০)।

আহত শ্রমিকরা জানায়, শুক্রবার সকালে তারা ১২ জন শ্রমিক পটুয়াখালী জেলা থেকে একটি তরমুজ ভর্তি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রলারটি চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝপ্রান্তে আসলে ৩-৪ টি ট্রলার নিয়ে প্রায় ৩০-৩৫ জন ডাকাত তাদের ট্রলারের কাছে গিয়ে তাদের কাছে তরমুজ চান।

শ্রমিকরা তাদের একটি তরমুজ দিলে তারা তা নিয়ে বলেন তাদের ইচ্ছেমত তরমুজ নিবেন। ট্রলারে থাকা শ্রমিকরা তাদের তরমুজ না দিতে চাইলে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে তাদের সাথে থাকা মোবাইর ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা ট্রলার যোগে চাঁদপুরে এসে হাসপাতালে ভর্তি হন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share