তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদরের বাখরপুর গ্রামের শেখ বাড়িতে শনিবার (২২ অক্টোবর) সকালে বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত বৃদ্ধা আব্দুস সালাম রাঢ়ী (৬০) তার মেয়েকে শ্বশ্বরপক্ষের লোকজনের হামলা থেকে উদ্ধার করতে গিয়ে এ হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে চাাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত সালাম রাড়ীর মেয়ে আমেনা বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শশুর বাড়ির অন্য ঘরের লোকজন আমার বৃদ্ধ বাবার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।’
ঘটনার বিবরণে আমেনা জানান, ‘তার স্বামী প্রবাসে থাকে। ঘটনার দিন মাছ কেনার জন্য সে তার শ্বশুর বাড়ির প্রতিবেশি কমলা বেগমদের ঘরের কাছে গেলে গালমন্দ করে। আমেনা তার প্রতিবাদ করায় কমলা বেগম বাঁশ দিয়ে তাকে আঘাত করে। আহত অবস্থায় সে দৌড়ে ঘরের দরজা বন্ধ করে অশ্রয় নেয়। তাদের ভয়ে ঘর থেকে বের হতে না পেরে তার আব্দুস সালাম রাড়ীকে দেয়। তখন তার বাবা-মা দুজনে ওই বাড়িতে এসে তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে মজু শেখের স্ত্রী কমলা বেগম, তার ছেলে কামরুল ও হানিফ শেখের ছেলে শাহজালাল মিলে দেশিয় অস্ত্র দিয়ে আব্দুস সালাম রাড়ীর ওপর হামলা চালায়।
এতে তার হাত ভেঙ্গে গিয়ে গুরতর আহত হয়। পরে এলাকার লোকজনসহ তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করায়।
এ ব্যাপারে শনিবার দুপুরে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে থানার এস আই রফিকুল ইসলাম তদন্তের জন্য ঘটনাস্থলে যান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন কামরুল ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘অনেক উত্তেজিত হওয়ার পর আমি লাঠি দিয়ে তাকে আঘাত করেছি।’
অপর অভিযুক্ত শাহজালালের পরিবারের লোকজন হামলার কথা অস্বীকার করে বলেন, ‘সালাম রাড়ী তার মেয়ের বিষয় নিয়ে আমাদের সাথে অনেক রাগারাগি করেছেন এজন্য তার পেশার উঠে অসুস্থ হয়ে পড়েছেন।’
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ