উপজেলা সংবাদ

হাইমচরে ডাকাতিস্থল পরিদর্শনে উপজেলা প্রশাসন

চাঁদপুরের হাইমচর উপজেলা পূর্বচর কৃষ্ণপুর গ্রামের লতিফ কবিরাজের ঘরে ডাকাতি ও গৃহকর্তার মেয়েকে আহত করার ঘটনাস্থল বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার প্রশাসনের কর্মকর্তাগণ পরিদর্শনে আসেন।

পরিদর্শন কালে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘হাইমচরের মাটিতে আর যেন এ ধরনের ডাকাতির ঘটনা না ঘটে আমরা প্রাশসনকে সাথে নিয়ে সে ব্যবস্থা নেবো। আমরা দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো যেন কেউ আর এধরনের ঘটনা ঘটানোর শাহস না পায়।’

এসময় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল বলেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ অত্যান্ত দক্ষ। আমি আশা রাখি অচিরেই অপরাধীরা ধরা পড়বে।

অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলি বলেন, ‘ইতোমধ্যে আমরা বাদীর দেয়া তথ্য অনুযায়ী একজন অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ৩ জনকেও গ্রেপ্তার করতে সক্ষম হবো।

তিনি উপস্থিত লোকজনকে আশ্বস্ত করে বলেন, ‘হাইমচরের মাটিতে এধরনের অপরাধ কেউ করার আর সাহস পাবে না। আপনারা নির্ভয়ে স্বাভাবিক জীবনযাপন করুন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
: আপডেট ১০:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
ডিএইচ

Share