উপজেলা সংবাদ

হাইমচরে ট্রলাডুবিতে নিখোঁজ ২০ আহত ৬ : ঘটনাস্থল পরিদর্শনে মায়া

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঘন কুয়াশায় থাকায় তেলবাহী জাহাজের সাথে যাত্রীবাহী রবিন-১ ট্রলারডুবির ঘটনায় সর্বশেষ খবরে প্রায় ২০ জন নিখোঁজ আহত হয়েছে ৬ জন।

ওই ট্রলারটির পেছনে থাকা রবিন -২ ও মেঘনার জেলেরা প্রায় ৩০/৩৫ জন যাত্রী উদ্ধার করেছে এবং আহতদের ৬ জনকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতার হলেন আঃ করিম মাষ্টার, শেফালী, সুমন, শাহআলম, মনির হোসাইন, শামছুন নাহার।

এদিকে দুঘটনার সংবাদ পেয়ে দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, এডিসি লুৎফুর রহমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া আহতদের শান্তনা দিয়ে বলেন ‘বর্তমান সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা থাকেবে। তিনি আরও বলেন আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রদান করা হবে।’

ঘটনাস্থলে চাঁদপুর ফায়ার সার্ভিস ও নৌপুলিশের উদ্ধার কাজ চলছে।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার রবিন-১ মেঘনা নদীর মিয়ার বাজার সংলগ্নে মেঘনায় ঈশানবালা যাওয়ার পথে তেলবাহী জাহাজের ধাক্কায় পানিতে তলিয়ে যায় ।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার রবিন-১ মেঘনা নদীর মিয়ার বাজার সংলগ্নে মেঘনায় ঈশানবালা যাওয়ার পথে তেলবাহী জাহাজের ধাক্কায় পানিতে তলিয়ে যায় ।

এ সংক্রান্ত আগের সংবাদ:  চাঁদপুরের হাইমচরে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারডুবি

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 : আপডেট ০৩:০০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

ডিএইচ

Share