Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জোয়ারের পানিতে ভাসছে বেড়িবাঁধের বাহির গ্রামগুলো
হাইমচরে জোয়ারের পানিতে

হাইমচরে জোয়ারের পানিতে ভাসছে বেড়িবাঁধের বাহির গ্রামগুলো

চাঁদপুর হাইমচরে মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বন্যার আকার ধারণ পানিতে ভাসছে হাইমচর উপজেলার বেড়িবাঁধের বাহিরের গ্রামগুলো। পানিতে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। তৃতীয়বারের মত ভেসে গেছে মাছের খামার, পানের বোরজ, বসতঘর, ঘরে থাকা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র। হাইমচরের পানি বন্ধি লোকজনের মানবাতার জীবন যাপন চলছে।

২০ আগস্ট বৃহস্পতিবার জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ্য গ্রামগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

উপজেলার মধ্যচর, সাহেবগঞ্জ, বাহেরচর, মিয়ার বাজার, বাংলা বাজার, নুর বাজার, ঈশানবালা, গাজীপুর সহ বিস্তীর্ণ এলাকা ও অস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এর পশ্চিম পার্শ্বে ঘরবাড়ি, মাছের পুকুর-জলাশয়, হাট-বাজার, দোকানপাট তলিয়ে গেছে।

উপজেলার নদীরক্ষা বেড়িবাঁধের উপর মজমপুর এলাকায় ব্রীজের পশ্চিম অংশে জিও ব্যাগ পানিতে তলিয়ে যায়। যার ফলে পুনরায় বন্যার আতংকে রয়েছে এলাকাবাসী।

এছাড়া হাইমচর উপজেলার মজমপুর, কাটাখালি বাজার, তেলির মোড়, হাইমচর বাজার, আমতলী, চরভৈরবী নতুন বাজার, চরভৈরবী লঞ্চঘাট, শহরালী মোড়, বাবুরচরসহ জোয়ারের পানি বন্যা আকার ধারণ করেছে। এই সকল এলাকায় জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,২০ আগস্ট ২০২০