চাঁদপুরের হাইমচর উপজেলায় মা’ ইলিশের প্রজনন রক্ষা ১২ অক্টোবর থেকে ৫ দিন অতিবাহিত। এর মধ্যে প্রশাসনের কঠোর নজরদারীতে মেঘনায় নদীতে জেলে শূন্য হয়ে পড়েছে।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মেঘনায় জাল ফেলা, ইলিশ মাছ পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ ভাবে নিষেধ করা হয়েছে।
অভিযান চলাকালীন দেখা যায় হাইমচরে মেঘনায় কোথায়ও কোন জেলে জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়নি।
এ যে মেঘনায় জেলে শুন্য হয়ে পড়েছে। মেঘনায় মা’ইলিশ রক্ষা অভিযানে জেলে ও জনসাধারণের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে জেলে প্রতিনিধিরা জানিয়েছেন।
চাঁদপুর টাইমস প্রতিনিধি জেলে আবুল হোসনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযান মানলে কি ফল পাওয়া যায় তা আমরা জেলেরা বুঝতে পেরেছি। যার প্রমাণ আমরা অভিযানের আগে নদীতে প্রচুর ইলিশ ধরে আয় করেছি। হাইমচরে কোনো জেলে নদীতে যাবে না এবং কাউকে নদীতে নামতে দিবো না।’
এ ব্যাপারে জেলে প্রতিনিধি মো. মানিক দেওয়ান জানান ‘হাইমচরে বিগত ২০ বছর পরে এ বছর মেঘনায় ইলিশ ধরা পড়েছে। তাই এবার জেলেরাই প্রতিজ্ঞাবদ্ধ মা’ ইলিশ মাছ ধরবে না।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ চাঁদপুর টাইমসকে জানান মেঘনায় কোথায়ও কোন জেলে মাছ ধরতে নদীতে নামেনি। আমাদের প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এলাকার জেলেদের খুবই আন্তরিকতা আছে বলে কোন জেলে মাছ ধরতে জাল ফেলে না।’
তিনি আরো জানান, ‘আমরা প্রতিদিন আমাদের মুভমেন্ট পরিবর্তন করে অভিযানে শুরু করি।’
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ