হাইমচর

হাইমচরে জেলেদের মাঝে চাল বিতরণ

হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের ১৮০০ কার্ডধারী জেলেদের মাঝে ২ মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করেন। মেঘনায় মার্চ ও এপ্রিল ২ মাস ঝাটকা অভিযান চলাকালীন সময় জেলেরা মাছ ধরতে না যায় সেই জন্য সরকার কার্ডধারী জেলেদের মাঝে চাউল বিতরন অবহত রেখেছেন।

বৃহস্পতিবার সকালে ৫নং হাইমচর ইউনিয়নের জেলেদের মাঝে ২ মাসের ৮০ কেজি করে চাউল বিতরণ করে।

হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা আমরা জনপ্রতিনিধিরা সরকারে দেওয়া অভিযান সফল হতে সকল ধরনে সহযোগিতা থাকবে। হাইমচর ইউনিয়নের কোন জেলে অভিযান চলাকালীন মাছ ধরতে নদীতে দেওয়া হবে না। যারা ঝাটকা ইলিশ ধরতে নদীতে নামবে তাদের জেলে কার্ড থেকে বাদ দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমার ইউনিয়নের ১০ জেলে নদীতে নামায় আমি তাদের নাম জেলে তালিকার থেকে বাদ দিয়েছি, এ ধারা অব্যহত থাকবে।

উপজেলা সিনিঃ মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান বলেন সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সকলে সহযোগিতা প্রয়োজন। ঝাটকা ইলিশ না ধরলে এ গুলি বড় হলে আপনারাই ধরবেন। তার সুফল আপনারাই ভোগ করবেন। আমার অনুরোধ সরকার আপনাদের কথা চিন্তা করে চাউলের ব্যবস্থা করেছেন আপনারা এ অভিযান সময় নদীতে নামবেন আর কাউকে নামতে দিবেন না।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, টেক অফিসার, ইউপি সদস্য ও সাংবাদিকরা।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,৪ মার্চ ২০২১

Share