হাইমচরে ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সাথে সাথে সু-স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলাও করতে হবে। খেলাধুলা লেখাপড়ারই অংশ। খেলাধুলায় শুধু হাইমচরেই নয় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও বিজয়ী হতে হবে।
২৯ ডিসেম্বর বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিন ব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতায় বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মুয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন বালক দ্বৈত রমণীমোহন উচ্চ বিদ্যালয় ও এককে চ্যাম্পিয়ন হয়েছে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন বালিকা একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঊচ্চ লাফ, দীর্ঘ লাফ, দৌড়, বর্শা নিক্ষেপ ও গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
|| আপডেট: ১০:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর