চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন জাটকা সংরক্ষণ উপলক্ষে সচেতনতা, উদ্ধুদ্ধকরন সভা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বুধবার হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক সভা হাইমচর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোঃ আব্দুস ছাত্তার,জেলা মৎস্য অফিসার মোঃ গোলাম মেহেদী হাসান, সহকারী পরিচালক শামসুল আলম, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার, হাইমচর থানা অফিসার তদন্ত উৎপল বিশ্বাস, কোস্ট গার্ডের সিসি, হাইমচর ইউপি চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী জুলহাস সরকার, নীলকমল ইউপি চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের প্রমূখ।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ৬ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur