হাইমচরে জাটকা রক্ষায় সচেতনতা সভা

২০২৩-২০২৪ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় প্রায় শতাধিক জেলে নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের লাল মিয়ার টেকে উপজেলা টাস্কফোর্সের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা জনাব অনুপম মজুমদার, ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, নীলকমল ইউনিয়ন পরিষদ সদস্য বাচ্চু সরকার।

এছাড়া জেলা পুলিশ, নৌপুলিশ, কোষ্টগার্ড, মৎস্যজীবী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

হাইমচর প্রতিনিধি, ১৭ এপ্রিল ২০২৪

Share