চাঁদপুরে হাইমচর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগাডের যৌথ অভিযান পরিচালনা করে ১৬ জেলে, ২টি নৌকা,৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করেছে।
৩ এপ্রিল শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পযর্ন্ত হাইমচরে মেঘনায় অভিযান চলাকালীন সময় অবৈধ ভাবে জাটকা নিধন অপরাধে ১৬ জেলেকে আটক করে।
আটককৃত জেলের মধ্যে ১৪ জন জেলেকে ১ বছর কারাদণ্ড ও ২ জেলেকে ৫০০০টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।
আটক জেলেরা হলো চাঁদপুরের লক্ষীপুর গ্রামের শামছুল বেপারী ছেলে মনির হোসেন বেপারী, জাকির হোসেন, মোক্তার হোসেন, মৃতঃ হাসেম শেখের ছেলে মনির শেখ, আবু তাহের গাজীর ছেলে মাছুম গাজী, মোঃ হারুন গাজীর ছেলে শাওন গাজী, চাঁদপুর পুরান বাজার এলাকার শামছুল খানের ছেলে মনির হোসেন, হাইমচর উপজেলার চরভৈরবীর জালিয়াচরে মোস্তাফা বেপারী ছেলে রিয়াজ বেপারী, খালেক গাজী ছেলে রিপন গাজী, লক্ষীপুর জেলার বালুরচরের হাসিম খানের ছেলে সুমন খান, হয়রত আলী ছেলে বিল্লাল, চর আবাবিল এলাকার আলী গাজীর ছেলে পারভেজ, আবুববক্কর মালতের ছেলে সিরাজ মালত, জালিয়াচরের মৃতঃ জলিল বেপারী ছেলে সোবাহান,সেলিম দেওয়ানের ছেলে বিল্লাল দেওয়ান।
প্রতিবেদক:মো.ইসমাইল,৩ এপ্রিল ২০২১