চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা ধরায় ১০ জেলকে আটক করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তাদেরকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে জাটকা নিধনকালে হাতেনাতে আটক করেন হাইমচর নীলকমল নৌ-পুলিশ।
আটক জেলেরা হলেন- চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড মাষ্টার ঘাট এলাকার নজরুল (২৮), জাহাঙ্গীর হোসাইন (২১), দেলোয়ার হোসেন (২৪), শাহজাহান (৪৫), রনি সরকার (২০), মো. হযরত আলী (২১), মো. সালাউদ্দিন (২৫), কুদ্দুস আলী (২০), আবদুল আজিজ (২০), বিল্লাল হোসেন (২৮)।
নীলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আ. জলিল বলেন, নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২২ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur