হাইমচরে জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৬ জুলাই হাইমচর উপজেলা আ’লীগ কার্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মকে অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করে যারা তারা মুসলমানদের মধ্যে পড়ে না। জঙ্গিবাদ বিরুদ্ধে হাইমচর স্বেচ্ছাসেবকলীগ রাজ পথে থেকে অতন্দ্র প্রহরী হিসেবে পাহারা দিবে।’

স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. আ. ছাত্তার গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের নেতা ইব্রাহিম মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. কাউছার মিয়াজি, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য, শহিদ কুদ্দুস পাটওয়ারীর বড় ভাই মোঃ হুমায়ুন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, প্রচার সম্পাদক মো. মুনছুর পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ রাজার পাটওয়ারী, মো. মোতালেব ভূইয়া, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলী আহম্মদ দেওয়ান, বাচ্চু মিয়া, নেছার আহমদ প্রমুখ।

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর
Share