চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে চাঁদাবাজী মামলার প্রধান আসামী মো. শাহজাহান রাড়ীর ৩ সহযোগীকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ছোটলক্ষ্মীপুর গ্রামের অলি মিয়ার ছেলে মো. জসিম গাজী, শাহজাহান রাড়ীর ছেলে উজ্জ্বল রাড়ী ও কমলাপুর গ্রামের মৃত রুহুল আমিন বেপারীর ছেলে সুমন বেপারী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুন) হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বিভিন্ন স্থান থেকে আসামীদের আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানাযায় গত ১৬ জুন রাত ৮ শাহজাহান রাড়ী পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে স্থানীয় মো. শাহআলম গাজীর ‘গতিরোধ’ করে ‘২ লাখ’ টাকা ‘চাঁদা দাবি’ করে। চাঁদা দিতে অস্বীকার করায় শাহজাহান তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে শাহআলমকে মারপিট করে ‘হত্যার চেষ্টা চালায়।’
এসময় শাহআলমের সাথে থাকা নগদ ‘৮ হাজার’ টাকা ও ‘১ ভরি ওজনের সোনার চেইন’ নিয়ে যায়।
শাহআলমের ডাক চিৎকারে এলাকার লোকজন চলে আসলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
প্রসঙ্গত, কিছুদিন পূর্বে শাহজাহান রাড়ীকে চুরি করার দায়ে হাইমচর থানা পুলিশ আটক করে। স্থানীয় লোকজনের সহায়তায় মুচলেকা দিয়ে মুক্তি পায়।
এব্যাপারে অভিযোগকারী মো. শাহআলম চাঁদপুর টাইমসকে জানান, ‘শাহজাহান এলাকায় চুরি, ডাকাতি, অন্যের জমি দখলসহ নানান অপকর্ম চালিয়ে আসছে। তারই এসব অপকর্মের জন্য স্থানীয় এলাকাবাসী জোতার মালা গলায় দিয়ে ইউনিয়ন ছাড়া করে।’
তদন্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘৩ আসামীকে মারামারি ও চাঁদ দাবির মামলায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার ধারা অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।’