Home / চাঁদপুর / তরপুরচন্ডীতে চাল বিতরণের সময় নৌকায় ভোট চাইলেন চেয়ারম্যান
তরপুরচন্ডীতে চাল বিতরণের সময় নৌকায় ভোট চাইলেন চেয়ারম্যান

তরপুরচন্ডীতে চাল বিতরণের সময় নৌকায় ভোট চাইলেন চেয়ারম্যান

চাঁদপুর সদর উপজেলার তরপুরন্ডী ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে বিজিএফ ও বিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

সোমববার (১৭ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের কার্ড প্রাপ্তদেন মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরনের পূর্বে চেয়ারম্যান রাসেল গাজী চাল গ্রহনকারী আগত নারী পুরুষের উদ্দেশ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি সরকার এবং ডাঃ দীপু মনি চাঁদপুরে ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন। একই সাথে তিনি বলেন, নৌকা প্রতীকে ভোট দেয়ার কারনেই আপনারা আজ এই ভিজিওফ কাডের চাল ভোগ করতে পারছেন। তাই নৌকা প্রতীক এবং সরকার সাথে বেঈমানি না করে নৌকায় ভোট দিন। তাহলে এমনি ভাবে সবসময় নানা সুবিদা ভোগ করতে পারবেন।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, টেক অফিসার রাকিবুল ইসলাম, ইউপি সচিব তাসলিমা আক্তার, ৪ নং ওয়ার্ড মেম্বার হাসেম খন্দকার, ৫ নং ওয়ার্ড মেম্বর মজিবুর রহমান গাজীসহ অন্যান্যরা।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১৭ ডিসেম্বর,২০১৮