উপজেলা সংবাদ

হাইমচরে চরভৈরবীতে জেলেদের চাল বিতরণ

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে ১৬৪৭ জন জেলের মধ্যে ২ মাসের ৩৫ কেজি করে ৭০ কেজি জেলে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার ১১ জুলাই হাইমচরের চরভৈরবী ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ ভুট্টো মুন্সি।

চরভৈরবী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১নং ও ৯নং ওয়ার্ডের জেলেদের মাঝে প্রথম দিন চাল বিতরণ করা হয়। অজেলেদের মাঝে চাল কম দেয়ার গুঞ্জন শুনলেও তার সত্যতা পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপকারভোগী জেলে বাচ্ছু মিয়া জানান, আমাদেরকে চেয়ারম্যান সাব ৭০ কেজি করে চাউল দিচ্ছে এতে আমরা সন্তুষ্ট, আমার চাউলে এককেজিও কম হয়নি।

ট্র্যাক অফিসার উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোন্তাসিম বিল্লাহ জানান, সঠিক পরিমাণে চাল বিতরণ করছে, এখানে কোনোপ্রকার দুর্নীতির আশ্রয় নেই।

চরভৈরবী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ভুট্টো মুন্সি জানান, চরভৈরবীর জেলেরা আমার ভাই, আমি কাকে চাল কম দিবো। তাদের ন্যায্য প্রাপ্য তাদের হতে পৌঁছে দিতে পারলেই আমার সার্থকতা।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:২৭ অপরাহ্ন, ২৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share