হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপ-নির্বাচনে ফুটবল মার্কায় ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য মোঃ খোরসেদ আলম।
২৮ ফেব্রুয়ারি রোববার হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টায় পযন্ত একটান ভোট গ্রহন চলে। নির্বাচনে ৫ জন প্রার্থী থাকলে ২জনে মধ্যে মুল লড়ায় হয়। নির্বাচনে মোঃ খোরসেদ আলম ফুটবল নিয়ে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক ইউপি সদস্য মন্টু হাওলাদারের ছেলে মোঃ মফিজুল ইসলাম মোরগ প্রতিকে ৭৭ ভোট পেয়েছে। ২৫০ জন ভোটার মধ্যে ১৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরাপত্তা দায়িত্ব ৬০ জন পুলিশ, RAB, আনসার বাহিনী নির্বাচনে দায়িত্বে ছিল। নির্বাহী ম্যাজেষ্ট্রেট দায়িত্ব ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এবং প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজাহারুল ইসলাম চৌধুরী।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৮ ফেব্রুয়ারি ২০২১