হাইমচরে গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

হাইমচরে নতুন হাওলাদার বাজরের গন্ডামারা গ্রামে হাইমচর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যাবসায়ীকে গাঁজাসহ আটক করে । আটকৃকতদের বিরুদ্ধে হাইমচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ৮৬২, ২৪/৪/২০১৭।

সোমবার ২৪ এপ্রিল রাত ১২ টায় হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই মো.মকবুল হোসেন এর নেতৃত্বে এএসআই বাছির, এ এসআই সজল ও এএস আই ইয়াকুব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার গন্ডামারা এলাকায় নতুন হাওলাদার বাজার সংলগ্ম গন্ডামারা গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলেন গন্ডামারা এলাকার মো. দুলাল গাজি(৪২), চরপোড়ামুখি গ্রামের আ.কাদির ছৈয়াল (৩৫),চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট সংলগ্ম কাদির গাজি(৪০) ও গন্ডামারা এলাকার মৃত.আলি আহমেদ হাওলাদারের ছেলে মো.মহিউদ্দিন ওরফে পারভেজ হাওলাদার (৫০)।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এসআই মো.মকবুল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদক বিক্রি ও সেবন করা অব¯’ায় ৪ জনকে আটক করি এবং দেহ তল্লাশী করে গাঁজা, ইয়াবা সেবনের উপকরণ পাওয়া যায়।’

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩০ পিএম, ২৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এজি

Share