হাইমচরে খালেদা জিয়ার জন্য দোয়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর উপজেলার গন্ডামারা ঐতিহ্যবাহী ঈদগাহ জামে মসজিদে এই দোয়া-মাহফিল আয়োজিত হয়। স্থানীয় যুবদল নেতা সুমন হোসেন বেপারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল আলম।
দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম রুবেল। তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার নুরে আলম জিকু ও সর্দার মহসিন, বিএনপি নেতা ও ইউপি সদস্য সেরাজুল ইসলম মাল, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বেপারী, উপজেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ফারুক হোসেন শাহ পরান, যুবদল নেতা বিল্লাল হোসেন সর্দার, দুদু মিজি, মাছুম সরদার, এবং ছাত্রদল নেতা মোঃ জাহিদ হোসেন বেপারী, মোঃ সিয়াম হোসেন, বাবু হোসেন প্রমুখ।
উপস্থিত সাবেক নেতৃবৃন্দ দেশনেত্রীর দ্রুত রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনা জানান।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৩ ডিসেম্বর ২০২৫