হাইমচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় চাঁদপুরের হাইমচরে সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বাদ আছর হাইমচর আলগী বাজার সংলগ্ন থানা মসজিদের পিছনে দুলু সর্দার বাড়ির উঠানে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান-এর ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইমচর উপজেলা বিএনপি নেতা প্রফেসর নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাবেক চাঁদপুর জেলা ছাত্রদল নেতা এস.এম শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক ও হাইমচর সরকারি কলেজ ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সরদার নুরে আলম জিকু, হাইমচর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মহসিন মিয়া সরদার।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোস্তফা পাটওয়ারী, শাহপরান মেলকার, দুদু মিয়া মিজি, রাছেল, মাছুম সরদার, মাসুম রাড়ী, মনির হোসেন সরদার এবং ছাত্রদল নেতা মাঈনুল, ঈসমাইল, ওমর ফারুক ও রাশেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাইমচর থানা মসজিদের খতিব মাওলানা ইউসুফ।

মোনাজাতে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ অত্যন্ত জরুরি। তারা দলমত নির্বিশেষে সকলকে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২১ ডিসেম্বর ২০২৫