হাইমচরে ক্যাব’র আহবায়ক কমিটির মতবিনিময় সভা

বিএম ইসমাইল, হাইমচর :

হাইমচর উপজেলায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার আহবাায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় ক্যাব হাইমচর উপজেলা শাখার আহবায়ক ডাঃ হাফিজ আহমেদ সভাপতিত্বে ও ক্যাব উপজেলা শাখার সদস্য আলহাজ্ব মোঃ শাহআলম পাটওয়ারী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হক, ক্যাব চাঁদপুর জেলা শাখা সহ-সভাপতি মোস্তাফা রুহুল আনোয়ার, মোঃ মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, জেলা কার্যনিবাহী সদস্য আলহাজ্ব আ স ম সফিকুর রহমান, হাইমচর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ মজুদার, উপজেলা আ’লীগ সহসভাপতি মোঃ কাউসার মিয়াজি, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ কোতওয়াল, প্রজন্ম বাংলাদেশ সহ-সম্পাদক আবু তাহের সর্দার প্রমুখ।

Share