হাইমচরে কেভিএন উবি’র সভাপতি আতিক পাটওয়ারী

হাইমচরে কেভিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনসোমবার (৬ আগস্ট) বেলা ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩য় বারের মত সভাপতি হলেন হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী মো.আতিকুর রহমান পাটওয়ারী।

কেভিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে সভাপতি নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আহমেদ পাটওয়ারীর পরিচালনায় আয়োজিত উম্মুক্ত আলোচনায় সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতিকুর রহমান পাটওয়ারীকে কেভিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি মো.আতিকুর রহমান পাটওয়ারী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আমিন, বাজাপ্তী উবির’ প্রধান শিক্ষক এমএ মান্নান,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি,ইউপি সদস্য আলমগীর তহবিলদার,মজিব কবিরাজ, সমাজসেবক আলি আহমেদ কবিরাজ, জসিম গাজি,ম্যানেজিং কমিটির সদস্য জসিম মিয়া চকিদার,মোস্তাফিজুর রহমান,হানিফ গাজি,তসলিম গাজি ও রুবি বেগম।

পরে সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী কেভিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো এবং সকল উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।

এসময় নবনির্বাচিত সভাপতি আতিক পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ যুবলীগ, ছাত্রলীগ এবং আ’লীগ নেতৃবৃন্দ, কমলাপুর ও ভিঙ্গুলিয়া গ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সহ¯্রাধিক সুধিজন।

প্রতিবেদক : বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৪০ পিএম, ৬ আগস্ট ২০১৮,সোমবার
এজি

Share