হাইমচর

হাইমচরে কেজি ১০ টাকা চাল বিতরণ উদ্বোধন

চাঁদপুরের হাইমচরে হতদরিদ্র মানুষের জন্য সরকারের কেজি প্রতি ১০ টাকা চাল বিতরণ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উদ্ভোধন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী ।

তিনি এ সময় বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আ’লীগ ক্ষমতায় আসার পরেই দেশের হতদরিদ্রদের কথা চিন্তা করে স্বল্প মূল্যে খাদ্য বিতরণ প্রকল্প হাতে নিয়েছে।’

হাইমচর উপজেলার হতদরিদ্র মানুষ এখন থেকে ডিলারদের কাছ থেকে প্রতি মাসে ১০ টাকা হারে ৩০ কেজি চাল ক্রয় করে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারবে।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যা বলে তা’ বাস্তবায়ন করে এ জন্যই আওয়ামী লীগ সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের সরকার।

আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে শেখ হাসিনা আগামী দিনেও নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়ে দেশের উন্নয়নের মাধ্যমে ডিজিটাল দেশ গঠনে আপনাদের সেবা করতে পারে।

এ সময উপস্থিত ছিলেন এম এ বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা.হাফেজ আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শনকারী কর্মকর্তা মো. মামুন হোসাইন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মো. মাকসুদ আলম খান, প্রচার সম্পাদক মুনচুর আহমেদ পাটওয়ারী সহ আ’লীগের নেতৃবৃন্দ।

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর
Share