উপজেলা সংবাদ

হাইমচরে ২ কুকুরের কামড়ে ১৭ জন মানুষ ও ২৫ গরু আহত

  বুধবারহাইমচর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর তেলির মোড় এলাকা থেকে ২টি পাগলা কুকুর আলগী বাজার সদর পর্যন্ত পথচারীদের কামড় দিয়ে গুরুতর আহত করে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অধিকাংশের অবস্থা আশংকা জনক হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন, ফাতেমা আক্তার (০৪), মাহমুদা(১১মাস), শামীমা(৩৭), শিমা(১২), অভি(১১), কাদির বেপারী(৫২), রাসেল(২৭), আইয়ুব আলী খান(৪৭), মোঃ নাইম(০৫), রানা(০৬), ছকিনা(৪৫), সাহিদা(১৯), নুপুর(০৭), জসিম(২৪), শাহীন(১১), মাজেদা(৪০), রিপন(০৭)।পাগলা কুকুর ২টি কোরবানীর গরু উপর হামলা চালিয়ে ২০-২৫টি গরু কামড়িয়ে রক্তাক্ত করে।

এদিকে পাগলা কুকুর ২টির মধ্যে স্থানীয় লোকজন ১টি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে, অপরটি পালিয়ে যেতে সক্ষম হয়।

সাম্প্রতিক সময়ে হাইমচরের গন্ডামারা, আলগী দক্ষিণ, উত্তর আলগী, কমলাপুর গ্রামের কুকুরের উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। ঈদকে সামনে রেখে কুকুরের আক্রমণের আতংকে অভিভাবক মহল।

 আপডেট: ০৬:৪৩ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০১৫,

Share