চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ ফেব্রুয়ারি হাইমচর উপজেলা বৈদেশিক কর্মসংস্থান জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ প্রকৌশলী মো.আকরাম আলী পরিচালনায় বক্তব্য রাখেন ।
আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেজবাউল আলম ভূইয়া, হাইমচর থানা অফিসার তদন্ত সুজন বড়ুয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চাঁদপুরের সহকারী পরিচালক মো.ফখরুল আলম, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বিভাগীয় প্রধান মো.আল আমিন পাভেল, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন ,হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্ল্যা,হাইমচর ইউপি চেয়ারম্যান শাহদাৎ হোসেন সরকার ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার প্রমুখ।
মো. ইসমাইল হোসেন , ২৫ ফেব্রুয়ারি ২০২০