হাইমচরে মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি।
৭ ফেব্রুয়ারি রোববার বেলা ১১ টায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের তত্বাবধায়নে এ করোনা ভাইরাস টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাস টিকা প্রদানের প্রথম দিনে ভ্যাকসিন গ্রহন করেছেন, ডা. মো. বেলায়েত হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. মামুন রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেডিকেল স্টাফ সোহরাব হোসেন, স্টাফ মো. রিয়াজ হোসেন, শামীমা আক্তার, বেনজির আহমেদ, হাসিনা আক্তার, মীরা ঘোষসহ ১০জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।
করোনা ভ্যাকসিন প্রদান উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, হাইমচর প্রসেক্লাব সভাপতি মো. খুরশিদ আলম।
ডা. বেলায়েত হোসেন বলেন, সরকারের উদ্যোগ সবাই পাবে করোনা ভ্যাকসিন। অনলাইনে করোনা ভ্যাকসিনের জন্য সকলকে আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে হাইমচরে ৩ হাজার ভ্যাকসিন এসেছে। পরবর্তীতে আরো আসবে।
যারা অনলাইনে আবেদন করেছে তাদেরকে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভ্যাকসিন প্রদান করা হবে। যাদেরকে ভ্যাকসিন দেয়া হবে একদিন পুর্বে তাদের মোবাইলে ফোন করে জানিয়ে দেয়া হবে। যারা এখনও অনলাইনে আবেদন করেননি আপনারা অতিদ্রুত অনলাইনে আবেদন করে রাখুন। অনলাইনে আবেদন ব্যতিত কেউ ভ্যাকসিন পাবে না।
প্রতিবেদকঃ ইসমাইল হোসেন,৭ ফেব্রুয়ারি ২০২১