হাইমচর

হাইমচরে করোনা বিস্তাররোধে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী

হাইমচর উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করেতে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উল আলম ভূঁইয়ার নেতৃত্বে টহল শুরু করেন সেনা সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা প্রদান করে মাইকিং করা হয়।

উপজেলার আলগীবাজার, কাটাখালি বাজারসহ বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় সেনারা। এ সময় সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া পথচারীদের সতর্ক করা হয়। নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়।

ওষুধ ও নিত্যপ্রয়োজীয় পণ্যসামগ্রীর দোকান ছাড়া বাদবাকি সব ধরনের দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন সেনারা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করা।

তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব ভাঙার কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,৩ এপ্রিল ২০২০

Share