Home / শীর্ষ সংবাদ / হাইমচরে ওসিসহ চাঁদপুরে করোনা শনাক্ত ৬ : আক্রান্ত বেড়ে ২৮৩
আইসোলেশনে

হাইমচরে ওসিসহ চাঁদপুরে করোনা শনাক্ত ৬ : আক্রান্ত বেড়ে ২৮৩

চাঁদপুরে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাইমচরের ৪ জন ও মতলব দক্ষিণের ২ জন রয়েছেন।

হাইমচরে আক্রান্তদের মধ্যে ৩জন’ই পুলিশ। তারা হচ্ছেন- থানার ওসি, সেকেন্ড অফিসার, একজন এএসআই। অন্যজন হলেন কাটাখালী এলাকার মসজিদের মুয়াজ্জিন।

এদিকে মতলব দক্ষিণ উপজেলায় নতুন আক্রান্ত ২জন হলেন-নারায়ণপুর এলাকার ব্যাংক কর্মকর্তা (৪৯) ও কলাকাদী গ্রামের ব্যবসায়ী (৪৫)।

এর ফলে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩জন। আর মৃতের সংখ্যা ২৩জন অপরিবর্তিত রয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬টি পজেটিভ, ৪৩টি নেগেটিভ।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২জন, মতলব দক্ষিণে ২২জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ১০জন।

এছাড়া জেলায় মোট ২৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

স্টাফ করেসপন্ডেট,৯ জুন ২০২০