হাইমচর থানা পুলিশের আয়োজনে সোমবার (১১ সেপ্টম্বর) বিকেল ৪টায় হাইমচর থানা হল রুমে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আফজাল হোসেন বলেন,‘ধর্ম যারযার অনুষ্ঠান সকলের। সমাজের সকল ধর্মের লোকজনের সহযোগিতা থাকলে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপন করা সম্ভব।’
সারদীয় দূর্গাপুজায় সকল ধর্মের লোকদের সহযোগিতার মাধ্যমে পূজা উদযাপনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
ওপেন হাউজডে অনুষ্ঠানে হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়ের সভাপতিত্বে ও এ এসআই মেসকে আলির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার,উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মো.হুমায়ুন প্রধানিয়া,সহসভাপতি কাউসার মিয়াজি,গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.ইসমাইল হোসেন গাজি,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিবেক লাল মজুমদার,আলগী বাজার কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন বেপারী,আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার সহকারী প্রভাষক মো.রুবেল কাজি ও ইউপি সদস্য মো.দাদন মিয়াপ্রমুখ।
প্রতিবেদক :এম ইসমাইল
আপডেট,বাংলাদেশ সময় ৭:২০ পিএম,১১ সেপ্টেম্বর ২০১৭,সোমবার
এজি