Home / উপজেলা সংবাদ / হাইমচরে ওপেন হাউজ ডে
Haimchor-2

হাইমচরে ওপেন হাউজ ডে

হাইমচর থানা আয়োজিত সোমবার (১০ এপ্রিল) ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয় । এতে ইনচার্জ সৈয়দ মাহ্বুবুর রহমান এর সভাপতিত্বে ও বাজাপ্তী রমণী মোহন উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফজাল হোসেন বলেন, ‘আমার জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও সমাজ বিরোধী কর্মকান্ড নির্মূল করা সম্ভব। দেশে সরকারের জঙ্গি বিরোধী অভিযানে জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজে সকল অসামাজিক কাজে লিপ্তদের প্রতিরোধ করা পুলিশের পক্ষে একা করা সম্ভব নয়। ’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস.এম.কবির বলেন, ‘প্রশাসন হাইমচরের সমাজের বিভিন্ন অসামাজিক কর্ম কান্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছে। ওয়াজ ও মাহ্ফিলে আইনির জটিলতা শিথিল করার লক্ষ্যে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।’

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার,ডেপুটি কমান্ডার ডা.হাফেজ আহমেদ,চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী মাস্টার, জি.এম.জাহিদ,মো.নাছির মাস্টার,শিমুল চোকদার,সাংবাদিক বি.এম. ইসমাইল সহ ¯’ানীয় কমিটি পুলিশিং সদস্যবৃন্দ।

প্রতিবেদক :বি.এম. ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৫০ পিএম, ১০ এপ্রিল ২০১৭,সোমবার
এজি

Leave a Reply