Tuesday, 12 May, 2015 07:54:55 PM
বি এম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :
হাইমচর উপজেলার চরভৈরবী এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন গনসচেতনমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় চরভৈরবী এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব রহমান সরদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওঃ আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ অলি উল্লাহ (অলি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ, এসআই আঃ হালিম সরকার প্রমূখ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাদক, ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধে বর্তমান সরকার ও প্রশাসন খুব কঠোরভাবে অবস্থান নিয়েছে। আর তাই যে কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে স্থানীয় থানাকে জানাতে হবে। থানায় অভিযোগ করলে আমি সে ব্যাপারে কার্যকর ভূমিকা নেব।
আলোচনার শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ নিয়ে ছোট নাটিকা প্রদর্শন করেন।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ-২০১৫।