চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের সোনা মিয়া গাজীর ছেলে চুরি, চিনতাই, মাদক বিক্রয়সহ একাধিক মামলার অভিযুক্ত শফিককে সোমবার (১১ জুলাই) দুপুরে আটক করেছে পুলিশ।
হাইমচর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. সালাম মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ির কাছ থেকে আটক করে।
থানা সুত্রে জানা যায় শফিক ইতোপূর্বে আলগী বাজারের বিকাশ ও মোবাইল দোকানে কর্মচারী বাড়ির যাওয়ার পথে চিনতাই করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। দোকানে মালিক বাদী হয়ে হাইমচর থানায় শফিককে প্রধান করে একটি চিনতাই মামলা করলে পুলিশ তাকে আটক করে। কোর্টের মাধ্যমে তাজে জেলহাজতে প্রেরণের কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে।
এছাড়া শফিক এলাকায় ইয়াবা,গাজা মাদকের আস্তানাসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে বড় বড় জুয়ার আসর বসিয়ে থাকে বলে জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি তার বিরুদ্ধে আলগীবাজারে ঝাড়– মিছিল বের করা হয়েছে।
এছাড়াও গভীর রাতে হাইমচর থানা পুলিশ বেশ কয়েকটি মোবাইল চিনতাই অভিযোগে রাতে তাকে আটক করলে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আটককৃত শফিককে ছাড়িয়ে নেয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবীরের গুঞ্জন শুনা যাচ্ছে। তবে স্থানীয়দের পক্ষ থেকে শফিককে আটক রেখে কোর্টে প্রেরণ করার দাবি জানানো হয়েছে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur