হাইমচর

হাইমচরে এইচ এসসি ও আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক

হাইমচরে এইচ এসসি ও আলিম পরিক্ষার ফলাফল সন্তোষ জনক হয়েছে। আলিমে শতভাগ পাস এ প্লাস-১,এইচএসসিতে পাসের হার ৯৩.১৬% । একমাত্র হাইমচর সরকারি মহাবিদ্যালয় ব্যবসা ব্যবস্থাপনা শাখায় ৫ টি এপ্লাস সহ পাসের হার ৯৭.৫৬%।

বুধবার (১৭ জুলাই) সারাদেশের ন্যায় হাইমচরেও এইচ এসসি ও আলিম পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে সাধারণ,বিজ্ঞান,মানবিক ও ব্যবসা শাখায় ৪শ’৬২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে ৪২৭ জন কৃতকার্য হয়। পাসের হার ৯২.৪২%। বিএম শাখায় ৮২ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন কৃতকার্য হন। পাসের হার ৯৭.৫৬% এ প্লাস-৫টি।

মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন কৃতকার্য হয়। আলিম পরীক্ষায় গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসায় ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন কৃতকার্য হন। পাসের হার শতভাগ, কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসা ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ,আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন কৃতকার্য হয়েছে।পাসের হার শতভাগ। এপ্লাস-১।

মো.ইসমাইল হোসেন
১৭ জুলাই ২০১৯

Share