হাইমচরে এইচএসসিতে এ প্লাস ১ : আলিম শূন্য

বিএম ইসমাইল
চাঁদপুরের হাইমচরে এইস এসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হাইমচরে পাসের হার ছিল সন্তোষজনক হলেও জিপিএ ৫ এর ক্ষেত্রে বিপর্য দেখা দিয়েছে।

এইসএসসিতে হাইমচর মহাবিদ্যালয় শাখা হতে মাত্র একজন জিপিএ ৫ পেয়েছেন। আর আলিমে কোন জিপিএ ৫ নেই।
হাইমচর মহাবিদ্যালয়ের বিজ্ঞান শাখা হতে ৩০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ১জন ফেল করে এ বিভাগে পাশের হার ৯৬.৭৭%। এ বিভাগ হতে জিপিএ ৫ পেয়েছে ১জন। মানবিক শাখা হতে ২১৭ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে ৬৫ জন শিক্ষার্থী ফেল করে এতে পাশের হার ৬৮.৬৬%।

ব্যাবসায় শিক্ষা শাখা হতে ২০৭জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে ৪৮জন ফেল করে এতে পাশের হার ৭৬.৮১%। ৩ বিভাগে পাশের হার ৭৪.৮৯%।

এছাড়া কারিগরি বিএম শাখা হতে ৬৫জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে ১০ জন শিক্ষার্থী ফেল করে এতে পাশের হার ৮৪.৬২%। আলিমে কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসা হতে ২৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ২জন ফেল করে।
গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা হতে ১৬জন পরিক্ষার্থী অংশ নিলে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে।

আলগীবাজার আলিম মাদরাসা হতে ৩৪জন শিক্ষার্থী অংশ নিয়ে কোন জিপিএ ৫ না পেয়ে শতভাগ পাশের কৃতিত্ব রাখে।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ-2015

Share