হাইমচরে ঈদগাহ নির্মাণের দাবিতে মানববন্ধন

বিএম ইসমাইল | আপডেট: ০৯:২২ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ঈদগাহ মাঠ নির্মাণের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন আলগীবাজার যুব উন্নয়ন সংঘ ও এলাকার মুসল্লীদের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় হাইমচর উপজেলার সদর আলগীবাজার প্রধান প্রধান সড়ক র‌্যালী সহকারে প্রদক্ষিণ শেষে হাসপাতাল সম্মুখে মানববন্ধন ও আলোচনাসভায় আলগীবাজার যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাজ্জাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রিয়াদ আখন, আক্তার হোসেন, সহ-সম্পাদক হাফেজ আহমেদ, দপ্তর সম্পাদক খন্দকার সবুজ, জলবায়ু বিষয়ক সম্পাদক রাব্বী, কৃষি সম্পাদক আবদুল জলিল, অর্থ বিষয়ক সম্পাদক জিল্লু সরদার, উজ্জ্বল, তকি গাজী, ওমর ফারুক, আল-আমিন, মিরাজ পাটওয়ারী, মিনহাজ পাটওয়ারী প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share