হাইমচরের মহজমপুর গ্রামের শ্রী হরি চন্দ্র সরকারের ছেলে নিখিল চন্দ্র সরকার (২৫)নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম আবদুর রহমান। এফিডেভিট নং ১৮৪, তারিখ ৮এপ্রিল ২০১৭।
এফিডেভিট সুত্রে জানাযায় নিখিল চন্দ্র সরকার (২৫) তার মুসলমান সহপাঠীদের সহিত চলাফেরা করে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তার পিতা মাতা পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদেরকে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথা জানালে তারা নিখিলের সিদ্ধান্তকে কোনো গুরুত্ব দেয়নি।
পরবর্তীতে সে নিজ সিদ্ধান্তে শনিবার ( ৮ এপ্রিল) নোটারি পাবলিক চাঁদপুর এর মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিখিল চন্দ্র সরকার নাম পরিবর্তন করে আবদুর রহমান নামকরণ করেন।
প্রতিবেদক : বিএম ইসামইল
আপডেট, বাংলাদেশ সময় ৮:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০১৭, শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur