চাঁদপুরের হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোরতাজা আলী খান এডমিন ( ঢাকা) এর নেতৃত্বে অভিযানে মেঘনার নদীতে নিষিদ্ধ সময় অবৈধ ভাবে মাছ নিধন অপরাধে ৫ জেলে, ৫ লক্ষ মিটার কারেন্ট ও ৮০ কেজি ইলিশ জব্দ করেন।
১২ অক্টোবর বুধবার হাইমচর উপজেলায় মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে নৌ- পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোরতাজা আলী খান এডমিন ( ঢাকা)।
আটককৃত জেলেরা হলেন, জলিল পেদা পিতাঃ দিদারুল ইসলাম সাং শরিয়তপুর, ইমন পিতা শুক্র আলী, আলী আজগর মোল্লা পিতা মোহাম্মদ আলী মোল্লা, মোঃ মোস্তফা পিতা মৃত আবুল কাশেম আলালপুর, কালা মিয়া গাজী পিতা আজিজুল গাজী সাং গোসাইর হাট। এসময় উপস্থিত ছিলেন নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার, এসআই মোঃ রফিকসহ ঢাকা থেকে আগত পুলিশ সদস্য।
অভিযান পরিচালনা করা হয় নীলকমল ইউনিয়ন ও হাইমচর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায়।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur