হাইমচর

হাইমচরে ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক

চাঁদপুর হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মাঝিবাজার ও ঈশানবালায় ১০ জেলে, ২০ হাজার মিটার জাল ও ২০ কেজি মাছ আটক করেছে ট্রান্স ফোর্স কমিটি।

আজ শনিবার রাতে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কোস্টগাঢের সিসি মোঃ ইসহাকসহ যৌথ অভিযানে পরিচালনা হয়েছে।

আটককৃত জেলেরা জুলহাস(৫৫), রুহুল আমিন(৪০), মোঃ জাহাঙ্গীর (৪০), হান্নান পাটঃ(৩৫), জান্টু গাজী (২৫),শাহ আলম(২২), মোঃ জহিরুল(২০), লিটন(২৬), আওলাদ(১৫), শরিফ( ১০)।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে ২ বছরে জেল ও ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিম ও অসহায় দের মাঝে বিতরন করা হয়।

প্রতিবেদক:মো:ইসমাইল,৩১ অক্টোবর ২০২০

Share