চাঁদপুর হাইমচরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার জাল,২০ কেজি ইলিশ,একটি বোটসহ ৭ জেলেকে আটক করেছে নীলকমল নৌ-পুলিশ।
২৫ অক্টোবর রোববার ভোরে হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে নীলকমল নৌ-পুলিশের ইনচার্জ আব্দুল জলিলের নেতৃত্বে এসআই শফিউল ও এএসআই মোঃ হাসানের সঙ্গিও ফোর্স অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করেছে। আটককৃত জেলেদের মধ্যে ২ জনের বয়স বিবেচনা করে মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
৫ জেলেকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক জেলেরা হলেন, বরিশাল জেলার হিজলা থানার জামাল মাতাব্বর(২৫), মিরাজ(১৬), রবিউল (১৮),হাসান (২৫), আবুল বাশার(২৫), জাকির সর্দার(৪৫), হাইমচর উপজেলার আঃ রহমান (৩৫)। অভিযানে
প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৫ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur