Home / উপজেলা সংবাদ / হাইমচরে ইলিশ ধরায় ১৪ জেলে আটক
ইলিশ

হাইমচরে ইলিশ ধরায় ১৪ জেলে আটক

১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলমান হাইমচর উপজেলা টাস্কফোর্সের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক ৬ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ। তিনি বলেন, আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা।

১৫ দিন করে কারাদণ্ডপ্রাপ্ত ৮ জেলে হলেন চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের মিজান গাজীর ছেলে শাহাদাত হোসেন (২০), গোবিন্দদিয়া আখনঘার্ট এলাকার কাদির বেপারীর ছেলে সাগর বেপারী (২২), একই গ্রামের কাদির বেপারীর ছেলে সাদ্দাম বেপারী (২৫), চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের আলমগীর গাজীর ছেলে কালু গাজী (১৮), হাইমচর উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের মো. মফিজ গাজীর ছেলে মোহাম্মদ রাজু গাজী (২০), ২নং আলগী উত্তর ইউনিয়নের লামছড়ি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে রিয়াদ হোসেন (২০)।

৭ দিনের কারাদণ্ডপ্রাপ্ত ২ জেলেরা হলেন, সদর উপজেলার বাখরপুর গ্রামের খোকন মিজির ছেলে পারভেজ মিজি (২১), দক্ষিণ গোবিন্দায়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (২২)।

জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৬ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।’

এসময় হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি. এম. আশরাফুল হক, শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট লামছড়ি স্টেশন পেটি অফিসার (সিডি) এম মনিরুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ, আশরাফুল, সাংবাদিক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে ৩ লক্ষ মিটার কারেন্টজাল এবং ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্হানীয় ৪ টিএতিমখানা ও দূঃস্হদের বিতরণ করা হয়।

হাইমচর প্রতিনিধি,২২ অক্টোবর ২০২৪