চাঁদপুর জেলার হাইমচর উপজেলা করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬১ টি মসজিদে ইমাম ও মোয়াজ্জেন দের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান ৫০০০ টাকা করে বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
রোববার হাইমচর উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
নূর হোসেন পাটোয়ারী বলেন, কোন দল কোন সরকার ইমাম ও মুয়াজ্জিনের জন্য কোন ব্যবস্থা করেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ইমাম ও মুয়াজ্জিনদের কষ্টের কথা অনুভব করে এই আর্থিক অনুদান প্রদান করেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের আমাদের মাঝে সুস্থ্য থাকেন ও অসহায় জনগণের মাঝে সেবা পৌঁছাতে পারেন এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন।
তিনি আরো বলেন, মাননীয় শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি হাইমচরের জনগণ ও ইমাম মোয়াজ্জেন একসময় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, আপনারা তার উনি যেন সুস্থ্য থেকে হাইমচর বাসির সেবা প্রদান করতে পারেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম প্রমুখ।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,১ জুন ২০২০