Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইটভাটা থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
Birks Field Faridganj
লোকালয় ও এলজিইডি রাস্তা পাশে থাকে অবৈধ ইটভাটা। (ফাইল ছবি)

হাইমচরে ইটভাটা থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স মাতাব্বর ব্রিক্স ফিল্ড (ইটভাটা)থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

অনুমোদনহীন পরিচালনা কারণে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) প্রতিষ্ঠানটির কাছ থেকে এ ক্ষতিপূরণ আদায় করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ইটভাটার উদ্যোক্তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় তিন লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় । এ টাকা ৮ ফেব্রæয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশনা ছিলো।

নির্দেশনা অনুযায়ী বৃস্পতিবার ৮ ফেব্রæয়ারি টেজারী চালানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতৃপক্ষ পরিবেশ অধিদপ্তর মহাপরিচালকে কোর্ডে জমা ক্ষতিপূরণ জমা দেন ।এ তথ্যগুলো চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন জানান

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন চাঁদপুর টাইমসকে জানান , পরিবেশ অধিদপ্তরের এধরনের কর্মক্রম অব্যাহত থাকবে।