হাইমচর

হাইমচরে ইউসুফ মাস্টারের কবর জিয়ারতে শেখ ফরিদ আহমেদ মানিক

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইউসুফ মাস্টারের কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

বাদ জুমা চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক মরহুম ইউসুফ মাষ্টারের উত্তর আলগী গ্রামের বাড়িতে যান ।

মরহুমের পরিবারের খোঁজ খবর নেন এবং তার কবর জিয়ারত করে আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, কাজি গোলাম মোস্তফা, ফেরদোস আলম বাবুল, খলিলুর রহমান গাজি, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলি, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক প্রমুখ।

শেখ ফরিদ আহমেদ মানিক সাবেক চেয়ারম্যান মরহুম লনিমিয়া বেপারীর ছেলে যুবদল নেতা মহাসিন মিয়া কিশোরের মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট ০৪:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ

Share