হাইমচরে ইউপি সদস্যের ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী আখনের নিজ অর্থায়নে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

২৬ মার্চ রোববার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে অসহায় রোজার পরিবারের লোকজনের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি ইউপি সদস্য নির্বাচির হওয়ার পর থেকে এলাকার রাস্তা সংস্কার, শীতবস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তাসহ নানান সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তার এধরনের সেবা অচিরে মানুষের চোখে পড়েনি।

ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, পরিষদের সদস্য হয়েছি অসহায় মানুষের সেবা করতে, লুটপাট কিংবা গরীবের হক নষ্ট করার জন্য না। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। তিনি ওয়ার্ডের প্রত্যকে বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।

হাইমচর প্রতিনিধি, ২৬ মার্চ ২০২৩

Share