হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যাগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত।
১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যাগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন প্রশিক্ষণ কোর্সে উপজেলা নির্বাহি অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ জাহাঙীর হোসেন বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান,উপজোলা কৃষি অফিসার দেবব্রত সরকার।
সভাপতি তার বক্তব্যে বলেন মাদক ও বাল্যবিবাহ এবং ইভটিজিং এর বিরুদ্ধে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যরা আমাদের কে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তাহলেই আমরা মাদক ও বাল্যবিবাহ এবং ইভটিজিং আমাদের হাইমচর থেকে দূর করতে পারবো।
তিনি আরো বলেন, আপনারা সচেতন হলেই সমাজ ও দেশ উন্নত হবে, আপনাদের এলাকা উন্নায়ন হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নয়ন হবে।
এসম উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার,সরদার জলিল মাষ্টার,মোঃ সাহাদাত হোসেন সরকার, মোঃ সালাউদ্দিন সরদার, মোঃ হাবিবুর রহমান গাজি ও ইউপি সদস্যগন।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,১৪ ডিসেম্বর ২০২০