হাইমচরে ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

হাইমচর উপজেলার ১নং গাজিপুর ইউনিয়ন জাতীয় শ্রমীকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ইউনিয়ন আ’লীগের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (৩ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নে জাতীয় শ্রমীক লীগের সভাপতি মোঃ আঃ রহমান রাড়ির সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমীকলীগের প্রচার সম্পাদক নেছার আহমেদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা আ’লীগের সভাপতি মো. মোতালেব জমাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ মজুমদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ সোবহান ভ’ইয়া, জাতীয় শ্রমীকলীগ নেতা আঃগনি প্রমুখ।

আলোচনা শেষে গাজিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়।

এতে মো. আ. রহমান রাড়িকে সভাপতি, সাধারণ সম্পাদক সুদর্শন, সহ-সভাপতি মনোয়ার হোসেন, বিল্লাল গাজি, বিমল, যুগ্ম সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক খোকন বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক দুলাল পাটওয়ারী, সাধারন সদস্য হারুন গাজি, আল আমিন, পূর্ণিল বাচার।

]বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ০৮:২০ পিএম, ৩ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share