হাইমচরে আলগী বাজার যুব উন্নয়ন সংঘের অফিস উদ্ভোধন

হাইমচর প্রতিনিধি
হাইমচর উপজেলার অসহায় ও সমাজের আইনি সহায়তা থেকে বঞ্চিত জনগোষ্ঠ্যির সেবা পাওয়ার লক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলগী বাজার যুব উন্নয়ন সংঘের অফিস উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২১ আগস্ট) শুক্রবার বিকাল ৪টায় হাইমচর কেডেট ইনুঃ কিন্ডার গার্ডেন মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাজ্জাদ হোসেন রনি সভাপতিত্বে ও আল আমিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাটওয়ারী, মোঃ আক্তারুজ্জামান, এসএম শামিম ( রাজু), বিএম ইসমাইল, রাসেল সর্দার, নাজমুল হোসেন জনি, মহসিন পাটওয়ারী, সর্দার মোঃ সোহেল, আক্তার হোসেন, েেমাঃ সাদ্দাম হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন হাফেজ ছৈয়াল, রিয়াদ আখন, মোঃ জিল্লু, রুবেল রাড়ি, মোঃ আকাশ, সোহেল কাজী, আঃ আজিজসহ আলগী বাজার যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হাইমচরে আলগী বাজার যুব উন্নয়ন সংগঠনটি সম্পূর্ন রাজনীতি মুক্ত। এর মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে থেকে কাজ করা। কোন লাভের আশায় এই সংঘ প্রতিষ্ঠিত হয়নি । প্রত্যেক সদস্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হাইমচরের জনগোষ্ঠ্যির উন্নয়ন করাই লক্ষ্য।’

চাঁদপুর টাইমস- বিএমআই/ডিএইচ/2015।

Share