হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ শ্লোগানে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসে কর্মকর্তা রেখা নুরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসার সানজিদা আরেফিন, জেলা স্থানীয় মন্ত্রণালয়ের( ইএএলজি) প্রকল্পের সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন,  উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল,  হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা,  উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার,  উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফেজ আহমেদ পাটওয়ারী,  হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুলসহ মহিলা বিষয়ক অফিসে কিশোরী ক্লাবের সদস্যরা।

আলোচনা শেষে কিশোরী ক্লাবে মেয়েদের অংশ গ্রহন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৮ মার্চ ২০২২

Share