প্রজম্ম হোক সমতার সকল নারীর অধিকার এ শ্লোগানে হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা প্রধান অতিথির উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। নারীদের আত্মকর্মী হওয়ার জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানসহ সামাজিক মর্যাদা দিয়েছেন।
৮ মার্চ রবিবার সকালে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভায় হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসে প্রশিক্ষক নূর জাহান রেখা নুর ও আমেনা খাতুন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজাহার উদ্দিন চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশনে কমান্ডার মোঃ আমির হোসেন, হাইমচর কলেজে সহকারী অধ্যাপক মোকলেছুর রহমানের, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, তথ্য অফিসে কর্মকর্তা ওবাইদা পারভিন, মহিলা বিষয়ক অফিসে নাসরিন আক্তার প্রমূখ।
স্টাফ কসেরপন্ডেট,৮ মার্চ ২০২০