‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটার নিরাপত্তা নিশ্চিত করি।” এই স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা এনসিপির সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, হাইমচর থানা এসআই সোহরাব হোসেন ভূঁইয়া সহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় বেগম রোকেয়া বিদস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।
প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur